স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভোলাহাটে উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় ভোলাহাট কলেজ মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আসনটিতে বিএনপির প্রাথমিক ভাবে মনোনীত প্রার্থী সাবেক এমপি মো. আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবি জানিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তারা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ইয়াজদানী জজ।
সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ সভাপতি খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ভোলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান, গোহালবাড়ী ইউনিয়ন সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক আব্দুল রাকিব, জামবাড়ীয়া ইউনিয়ন সভাপতি মো. শাহ জালাল, ছাত্রনেতা মো. মাসুদ রানা ও হাবিব মেসবাহ।
সভাপতি মো. ইয়াজদানী জজ বলেন, প্রার্থী পরিবর্তনের দাবি করা আমাদের দলীয় অধিকার। আমাদের নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত দেবেন আমরা দল হিসেবে তা মেনে নেবো।
তিনি আরও বলেন, আমাদের দাবি দলের বিরুদ্ধে নয় অপছন্দ ব্যক্তির বিরুদ্ধে। এ আসনে আমিনুল ইসলাম কোন্দল সৃষ্টি করে রেখেছেন। তাই আমরা তার পরিবর্তনের দাবি করছি এবং করতেই থাকব।
তিনি দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, বিভিন্ন সংস্থা এখনো তদন্ত করছে। কর্মীরা যেন স্পষ্টভাবে জানান, দল যাকে মনোনয়ন দিক তারা তাকে সমর্থন করবেন। তবে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি অব্যাহত থাকবে।
