স্টাফ রিপোর্টার: নতুন ভবনে ভোলাহাট সোনালী ব্যাংক শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয় গেট সংলগ্ন থ্রি স্টার প্লাজা(২য় তলায়) সোনালী ব্যাংক ভোলাহাট শাখার নতুন ভবনে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শাখা ব্যবস্থাপক মোঃ খন্দকার হাবিব আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)ও ভারপ্রাপ্ত ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোরশেদ ইমাম, ভবন মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাফিজুল ইসলাম ডাবলু। সোনালী ব্যাংক ভোলাহাট শাখার সিনিয়র অফিসার মোঃ আব্দুল্লাহ আল আজিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ও বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। এসময় বক্তারা বলেন, নতুন ভবনে গ্রাহক সেবাও যেন উন্নত হয় কোন প্রকার গ্রাহক হয়রানি না হয়। বক্তব্য শেষে নতুন ভবনের ফলক উন্মোচন করেন অতিথিগণ।
