স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলায় আধুনিক প্রযুক্তির কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল (সিএনসি) মেশিন-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫ টার সময় কলেজ মোড় ফজলুর স্ব মিল সংলগ্ন বন্ধু সিএনসি অফিসে উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সিএনসি মেশিনের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এ মেশিনের মাধ্যমে জটিল নকশা, কাটিং, ড্রিলিং, ও গ্রাইন্ডিং এর মতো কাজগুলো অত্যান্ত নিখুঁতভাবে ও স্বল্প সময়ে সম্পন্ন করা সম্ভব হবে। সিএনসি মেশিন প্রযুক্তিগত উৎকর্ষের এক অনন্য সংযোজন। এটি শিল্প উৎপাদনে গুণগত মান বৃদ্ধি ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
