স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জলোর ভোলাহাট উপজলোয় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৭ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মুনসুর শোয়াইব এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেব নাথ, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আকাশ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান, রামেশ^র পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কুরবান আলী, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার মোঃ শাহাদাৎ হোসাইনসহ অন্যরা।
Post Views: 204