নাচোলে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

নাচোল উপজেলা জাতীয়

মোঃ মনিরুল ইসলাম, নাচোল: “আমি কন্যাশিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের

আয়োজনে বুধবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে  উপজেলা মিনি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত। সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এছাড়া  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দুলাল উদ্দিন খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনাসাহা ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল নূর, বিআরডিবি কর্মকতা হারুন আর রশিদ, ফ্যামিলি প্ল্যানিং কর্মকর্তা ডাঃ নাঈমা আক্তার, সহকারী নির্বাচন অফিসার রাকিবুল হাসান।

সভাপতির বক্তব্যে ইউএনও কামাল হোসেন বলেন,

“কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার থেকে শুরু করে বিদ্যালয় পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এখন সময় কন্যাশিশুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার। দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে কন্যাশিশুর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, পুষ্টি ও স্বাস্থ্যসেবা—প্রতিটি ক্ষেত্রে কন্যাশিশুর অধিকারকে অগ্রাধিকার দিতে হবে। বক্তারা আরো বলেন স্বপ্নের সোনার বাংলা গড়াতে, তার মূল চালিকা শক্তিই হবে আজকের কন্যাশিশুরা।

আলোচনা শেষে চিত্র অঙ্কন প্রতিযোগিতায় ১০জন বিজয়ী কিশোর কিশোরীদের হাতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

কন্যাশিশু দিবসের এই আয়োজনের মাধ্যমে সমাজে কন্যাশিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাঁরা আশা প্রকাশ করেন, প্রতিটি কন্যাশিশু শিক্ষিত, আত্মনির্ভরশীল ও আত্মসম্মানবোধে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *