গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

গোমস্তাপুর উপজেলা

ব্যুরো প্রধান, গোমস্তাপুর : “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে”এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার  সকাল দশটার দিকে উপজেলার রহনপুরে অবস্থিত উৎসব কমিউনিটি সেন্টার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, উপজেলা সমাজসেবা অফিসার জাহাঙ্গীর আরিফ প্রাং, এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র বাঙালি মহন্ত মহারাজ ক্ষিতীশ চন্দ্র আচারী, সমাজসেবক সুলতান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।।আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরে বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে প্রবীণদের মূল্যবান অবদান আজও প্রাসঙ্গিক। তাদের প্রতি শ্রদ্ধা ও যত্ন নেওয়া আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *