গোমস্তাপুরে কৃষি প্রণোদনার শীতকালীন সবজি বীজ বিতরণ

গোমস্তাপুর উপজেলা কৃষি

ব্যুরো প্রধান,গোমস্তাপুর:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্য শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১০ টায় উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। পরে একই স্থানে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ও কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.ওয়াসিম আকরাম, সমবায় কর্মকতা সুলতান আলম খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দীনসহ উপকারভোগী কৃষকরা।

উল্লেখ্য চলতি মৌসুমে উপজেলার ৮৫০ জন কৃষককে এই প্রণোদনা প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৬০ জনকে শীতকালীন সবিজ বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং ২৯০ জন কৃষককে ৯ প্রকারের সবজি বীজ বিতরণ করা হবে বল কৃষি অফিস সূত্রেজানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *