মোঃ মনিরুল ইসলাম, নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এস, এস, সি পরিক্ষার্থীদের বিদায় ও জি, পি, এ -৫ প্রাপ্তদের সংবর্ধনা এবং নবীনদের বরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টার দিকে উপজেলার নেজামপুর গ্রীণভ্যালী একাডেমী চত্বরে উক্ত একাডেমীর পরিচালক ইকবাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। স্বাগতম বক্তব্য রাখেন উক্ত একাডেমীর প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক খাইরুল আলম, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন, নেজামপুর বিনৌদবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক মতিউর রহমান, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও মুসলিমপুর গার্লস একাডেমীর প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম, দিবস্থলী দাখিল মাদরাসার সুপার লিয়াকত আলী, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশা, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের কার্যনিবার্হী কমিটির উপ-দপ্তর সম্পাদক মুঞ্জুর আনসারী, বিশিষ্ট সমাজ সেবক কাজল আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে পাঠশালা স্কুল এন্ড কলেজের অনুরূপ বিদায়, সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইসলাম উদ্দিন ও লুৎফর রহমান। এছাড়াও পাঠশালার সকল শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।