নাচোলে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা

নাচোল উপজেলা

স্টাফ রিপোর্টার ,নাচোল: সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহতোসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী জুলাই চেতনাধারী তরুণ তরুণীরা উপস্থিত থেকে ঢাকা উসমানী মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচি সরাসরি প্রচারিত অনুষ্ঠান ভার্চুয়ালি প্রোজেক্টরের মাধ্যমে উপভোগ করেন। পরে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *