গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরনে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ

গোমস্তাপুর উপজেলা

ব্যুরো প্রধান,গোমস্তাপুর : গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরনে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভার্চুয়াল)  সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজনে ও উপজেলা মহিলবিযয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায়  শনিবার উপজেলা সভাকক্ষে সকাল দশটায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিযয়ক অফিসার পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন  পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক রাসেল আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, রহনপুর কামিল মাদ্রাসার অধক্ষ্য আঃ হাই সিদ্দিকী কামাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, জুলাই কন্যা উম্মে হাবিবা প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *