মোঃ মনিরুল ইসলাম নাচোল: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনমূলক কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক জহিরুদ্দিনের সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতা ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশাহ, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মো:হুমায়ুন কবির, জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন ও প্রোগ্রামার অর্গানাইজার মো:মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিদেশ যাবার পূর্বে সঠিক ভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগীতা করা, আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে লাশ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত ব্যাক্তিকে যাচাই বাছাই পূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ের উপরে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) নামের এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে, নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পূনরেকত্রীকরণের উপর কুইজ প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি কামাল হোসেন। তার আগে নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
