স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পিইডিপি-৪ প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ হ্যান্ড ওভার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) উপজেলার পোল্লাডাঙ্গা, উল্লাডাঙ্গা এবং গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক হ্যান্ড ওভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারীপ্রকৌশলী মোঃ আজমির শেখ , উপজেলা শিক্ষা অফিসার সুলতানা মুনমুন, সহকারী শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবির, মোঃ অহিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মোঃ আব্দুল আওয়াল, স্কুলের শিক্ষকগণ। এ সময় কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্র। কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান আফরা কর্পোরেশন সম্পন্ন করে। এখন থেকে প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পান ও হাত ধৌতসহ স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহারের সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি শিশু শিক্ষার্থীরা।
