স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এনজিও সংস্থা ভার্কের “সমৃদ্ধি কর্মসূচী”র আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ জুন ) বেলা সাড়ে ৩ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ। সভাপতিত্ব করেন ভার্কের সহকারী পরিচালক (ঋণ) মোঃ আরিফুজ্জামান।
অনুষ্ঠানে ভার্ক উপজেলা কর্মসূচী সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুনের সার্বিক তত্বাবধানে ও মোঃ কাইফুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় ১১টি স্কুলের ছাত্রছাত্রী, ৯টি কিশোর ও ৯টি কিশোরী ক্লাব, ৯টি যুব ক্লাব, ৯টি প্রবীণ নারী ও ৯টি প্রবীণ পুরুষ ক্লাবের সদস্যগণ উপস্থিত থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার গ্রহণ করেন।বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
