ভোলাহাটে ছেঁকে বের করে আনুষ্ঠানিকভাবে প্রকৃত  ভিউব্লিউবি উপকার ভোগিদের তালিকা প্রকাশ

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ভিউব্লিউবি  কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকৃত উপকারভোগীদের ছেঁকে বের করতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দফায় দফায় যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের সচিবদের নিজ কার্যালয়ে স্বচ্ছ তালিকা হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

সরকারি নির্দেশনা অনুসারে নির্বাচিতদের নামের তালিকা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। আবেদনপত্র যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্র ও অসহায় নারীদের অগ্রাধিকার ভিত্তিতে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি প্রকাশিত তালিকায় কোনো স্বচ্ছল, স্বাবলম্বী কিংবা অনুপযুক্ত ব্যক্তি অনুপ্রবেশ করে থাকেন তথ্য-প্রমাণসহ অভিযোগ দাখিলের জন্য আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যেন প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীরা যাতে পায় সেজন্যই এমন খোলামেলা প্রক্রিয়ার মাধ্যমে তালিকা প্রকাশ এবং আপত্তি গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *