স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভোলাহাট উপজেলা বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাবর আলী বিশ্বাসের নেতৃত্বে আম ফাউন্ডেশন কুদ্দুস মার্কেটের দলীয় কার্যালয় থেকে একটি র্যালী নিয়ে সমুন্নত ভোলাহাট স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর মোঃ বাবর আলী বিশ্বাসের সভাপতিত্বে মহান বিজয় দিবসের উপর আলোচনা হয়। এ সময় সদস্য সচিব মোঃ খিজির হায়াত, উপজেলা আহবায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল হান্নান, সদস্য মোঃ আনসার আলী, ভোলাহাট ইউনিয়ন আহ্বান মোঃ সারোয়ার জাহান, গোহালবাড়ী ইউনিয়ন আহ্বায়ক মোঃ মইনুদ্দীন, সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী, ও দলদলী ইউনিয়ন সদস্য সচিব মোঃ মোস্তাকিম মেম্বার বক্তব্য রাখেন।