স্টাফ রিপোর্টার: ভোলাহাটে একটিভ মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৪ জানুুয়ারি) বেলা ১১ টার দিকে প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, একটিভ মডেল একাডেমীর উপদেষ্টা ডাক্তার মোঃ হাসান আলী, ভোলাহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আনোয়ারুল হক। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, ভোলাহাট সরকারি মহিলা কলেজের প্রভাষক মোসাঃ সায়েরা খাতুন, মোঃ এনামুল হকসহ অন্যরা।
এ সময় সকল শ্রেণীর শিক্ষার্থীদের মেধা ভিত্তিক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। এছাড়াও সকল শিক্ষার্থীদের সান্ত্বনা পুরুস্কার দেয়া হয়।