স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্নের ডানায় ভর করি, শিশুশ্রমের শৃংখলা ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বেলা ১১ টার দিকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসসহ অন্যরা।
