স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে একমাত্র আমের বাজার আম ফাউন্ডেশনে ১ জুন আম বাজারজাত উদ্বোধন করা হয়েছে। এর পরদিন ৩ জুন আমের বাজার ঘুরে দেখা গেছে গতবছরের চেয়ে এবছর আমের দাম দুইগুণ বেশী। লক্ষণভোগ আমের দাম প্রকারভেদে ১হাজার ৩ থেকে ১হাজার ৫’শ টাকা মণ। গতবছর ছিল ৬/৮’শ টাকা মণ। ল্যাংড়া ২হাজার ৩’শ থেকে ২হাজার ৫’শ । গত বছর ছিল ১হাজার ২’শ থেকে ১হাজার ৩’শ টাকা মণ। খিরসাপাত (হিমসাগর) ৩ হাজার থেকে ৩হাজার ৫”শ টাকা মণ দরে বিক্রি হলেও বাজারে তেমন দেখা মেলেনি। গতবছর এ আম বিক্রি হয়েছে ১হাজার ৬’শ থেকে ১হাজার ৭’শ টাকা মণ। গুটি আম মণ প্রতি বিক্রি হয়েছে ১হাজার ৬’শ থেকে ১হাজার ৭’শ টাকা মণ। গতবছর ছিল ৬/৭’শ টাকা মণ। এছাড়া গোপালভোগ আমের দেখা মেলেনি।
চড়া দামের ব্যাপারে আম ব্যবসায়ী লাল দেওয়ান, মোঃ মোয়াজ্জেম হোসেন,ভুট্টু মেম্বার, মোঃ মনিরুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম (সাবেক মেম্বার) বলেন, এবছর যে সব গাছে আগাম মুকুল এসেছিল সেসব গাছে আম হয়েছে। বাঁকী যে সব গাছে পরে মুকুল এসেছিল বৃষ্টির কারণে সে সব গাছের মুকুল নষ্ট হয়ে যাওয়ায় আম আসেনি। গত বছরের তুলনায় ৭৫ শতাংশ আম কম হওয়ায় আমের দাম এবছর চড়া। দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান ব্যবসায়ীরা।
আম ফাউন্ডেশন ভোলাহাটের সেক্রেটারি মোঃ মুনসুর আলী বলেন, গতবছর এ সময় আমের বাজারে প্রচুর আম বিক্রি শুরু হয়েছে। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে এ বছর আমের উৎপাদন খুব কম হওয়ায় বাজারে আম কম উঠেছে।
Post Views: 1,433