ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ 

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীল আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯জুন) উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি  ক্ষুদ্রঋণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে আর্থ-সামাজিক উন্নয়ন করার পরামর্শ দেন। তিনি ঋণখেলাপি না হওয়ার পরামর্শ দেন। প্রশিক্ষণে বিস্তারিত তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ঋণগ্রহীতা, সমাজসেবা অফিসের কর্মচারী ও সুধীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *