ভোলাহাটে শিক্ষার্থী কৃষক কৃষাণির মাঝে চারা ও সার বিতরণ

ভোলাহাট উপজেলা কৃষি

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১২’শ  শিক্ষার্থী ও কৃষক কৃষাণির মাঝে জাম, বেল, কাঁঠাল ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০জুন) বেলা ১২ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস মাঠে বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ৪ হাজার ৮’শ বিভিন্ন জাতের চারা বিতরণ করা হয়।

২০২৪-২০২৫ অর্থবছরের গ্রীষ্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ চারা রাসায়নিক ও জৈব সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রণোদনা বিতরণ করেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এসময় ৫০ টি প্রতিষ্ঠানকে ৫টি করে তালের চারা, খুঁটি ও বেড়া, ৪০টি প্রতিষ্ঠানকে ৫টি করে লেবুর চারা, ৮০টি প্রতিষ্ঠানকে ৫টি করে নারিকেল চারা বিতরণ করা হয়। এছাড়াও ১৫০ জন কৃষকের মাঝে ৫ জাতের ৫ প্যাকেট করে শাকসবজি বীজ এবং ৫ বোজি করে ডিএপি ও এমওপি সার, ১০ জন কৃষকাকে পিঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন, ১৫ জন কৃষককে ১৬০ কেজি করে শীতকালীন পিঁয়াজের কন্দ সাথে ২০ কেজি করে ডিএপি ২০ কেজি এমওপি ও বালাইনাশকসহ বীজ সংরক্ষণের জন্য ১টি করে ড্রাম, ৩৫০ জন কৃষককে মাসে ১ কেজি করে শ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ সাথে ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি এবং বালাইনাশক বাবদ নগদ ৩৫৫ টাকা দেওয়া হয়।

প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহজালাল, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আজমির শেখ, উপজেলা আরডিও মো. সবুজ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ অন্যরা। পরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ফল মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *