স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় পৃথক পৃথক ভাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ভোলাহাট উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার মেডিকেল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সংঘের সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। মোহা: এখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকতার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপাধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো: আতাউর রহমান, সাবেক শিক্ষক মোঃ শাহাজাহান আলীসহ অন্যরা। পরে সংঘের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। এর পূর্বে একটি র্যালি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অপরদিকে এনজিও সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের আয়োজনে ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১০টার দিকে উপজেলার হলিদাগাছী মোড়স্থ নিজস্ব অফিস মিলানায়তনে ভার্ক সমৃদ্ধ কর্মসূচীর উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসা: হাজেরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাসিম উদ্দিন। অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: রবিউল ইসলাম কবিরাজ, ভার্কের ঋন কর্মসূচীর সহকারী পরিচালক মো: আরিফুজ্জামান, প্রবীণ ব্যক্তিত্ব মো: তোফাজ্জল হোসেন,ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: রবিউল ইসলামসহ অন্যরা। পরে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান শেষ হয়।
