স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় যুবলীগের, সেচ্ছাসেবক লীগ ও ফেন্সিডিলসহ তিন জনকে গ্রেফতার করেছে ভোলাহাট থানা পুলিশ। শুক্রবার (৯ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুইজন রাজনৈতিক নেতা ও একজনকে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক খালেআলম গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (৪০), সেচ্ছাসেবক লীগ নেতা বজরাটেক গ্রামের জবেদ আলী লায়েকের ছেলে মো. আব্দুস সাত্তার। অন্যজন হলেন, উপজেলার হোসেনভিটা গ্রামের মৃত হুয়ায়ন রেজার ছেলে শহিদুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন ও মো. আব্দুস সাত্তারকে পূর্বের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। শহিদুল ইসলামকে তার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
