ভোলাহাটে কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

ভোলাহাট উপজেলা শিক্ষা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ ব্যানারে।

বুধবার (২৮ আগষ্ট) বেলা ১১টার দিকে কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের অফিস কক্ষে প্রবেশ করে অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। কলেজে অধ্যক্ষকে না পেয়ে দ্রুত সময়ের মধ্যে কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করা হয়। কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্কুল পরিচালনায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি, শিক্ষক বেতন বন্ধ, আর্থিক অনিয়মসহ নানা ধরনের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

এ সময় কলেজ অধ্যক্ষ তাঁর অফিস কক্ষে না থাকায় বিক্ষোভকারীরা পালাইছে যে পালাইছে অধ্যক্ষ কলেজ থেকে পালিয়েছে বলে শ্লোগান দিতে থাকেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভকারীরা অধ্যক্ষকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দেয়া হয়। কলেজ অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছুটিতে আছি বলে দায়সারা বক্তব্য দিয়ে এড়িয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *