ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে ভোলাহাটে জামায়াতসহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিল

ভোলাহাট উপজেলা আন্তার্জাতিক জাতীয় ধর্ম সারা দেশ

স্টাফ রিপোর্টার: ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে ৫ টার দিকে ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠ থেকে ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোন, হেফাজতে ইসলাম, ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনসহ ধর্মপ্রাণ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলাহাট উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মোঃ গোলাম কবির গোলাপ, ভোলাহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শামসুজ্জামান আলকাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতের নায়েবে আমীর মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি ক্বারী মাওলানা মোঃ আলাউদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ভোলাহাট উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা জামাল উদ্দিন কাসেমী, হেফাজতে ইসলামের সেক্রেটারি ক্বারী মাওলানা মোঃ জিয়াউর রহমান, হাফেজ মাওলানা কাবিরুল  ইসলামসহ অন্যরা।

বক্তারা ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অনতিবিলম্বে বন্ধে বিশ্বের মুসলিম দেশর রাষ্ট্রনেতাদের কার্যকর ভূমিকা গ্রহনের আহ্বান জানান। সমাবেশ শেষে ফিলিস্তিনের সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *