স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নে সরকারি ভিজিএফের চাল ঈদ-উল-ফিতরের উপহার হিসেবে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ভাবে বিতরণ করা হয়। সোমবার (১৭ মার্চ) সকালে নিজস্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সচিব মোঃ রবিউল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুল হক, সদস্য মোঃ আলমগীর হোসেন, মোঃ আহসান কবিরসহ অন্যান্য সদস্যরা। এসময় মোট ২হাজার ৭’শ ১৫ জনকে ১০ কেজি করে বিনামূল্যে চাল দেয়া হয়।
এদিকে এদিন সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পুরাতন বাসস্ট্যান্ড চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানের বাসভবনের সামনে ১০ কেজি চাল পাওয়ার প্রত্যাশা নিয়ে ছুটে আসেন প্রায় পাঁচ শতাধিক দরিদ্র নারী পুরুষ। এসময় চেয়ারম্যান তাদের প্রত্যেকের হাতে ১০ কেজি করে চাল পেতে একটি করে কার্ড তুলে দেন। চালের কার্ড পেয়ে দরিদ্র নারী পুরুষের মাঝে উৎসবের মাত্রা বেড়ে যায়। এদিকে দিনব্যাপী চাল বিতরণ সুষ্ঠু ভাবে বিতরণ করতে পেরে চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
