স্টাফ রিপোর্টার:ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কলেজ মোড়ে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই যোদ্ধা’ হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। ভোলাহাট মোহবুল্লাহ কলেজ গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন , চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্বের সেক্রেটারি মো. আব্দুল্লাহ, ভোলাহাট পশ্চিম শাখার সভাপতি মো. সালাউদ্দিন আইয়ুবী এবং পূর্ব শাখার সভাপতি মো. নাজিমুদ্দিন।
হাদির উপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন শিবিরের সাবেক সভাপতি মো. মাসুদ রানা, মাসুদ রানা সুমন, সোহেল রানা, মিনহাজুলসহ সংগঠনের নেতাকর্মীরা।
