ভোলাহাটে ভিডব্লিউবি আবেদন নিয়ে ভোগান্তি চরমে

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার দরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের বিনামূল্যে ৩০ কেজি চালের ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির অনলাইন আবেদনে সার্ভার সমস্যার কারণে আবেদনকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ১২ মে আবেদনের সময় শেষ হয়েছে। বারবার চেষ্টা করেও আবেদন সম্পন্ন করতে পারেননি তাঁরা।

উপজেলা মহিলা বিষয়ক অফিস সূতে জানা গেছে, সামাজিক নিরাপত্তামূলক খাদ্য সহায়তা কর্মসূচি আওতায় ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নে ৪৯০ জন, গোহালবাড়ী ইউনিয়নের ৪৮০ জন, দলদলী ইউনিয়নের ৫৩১ জন ও জামবাড়ীয়া ইউনিয়নের ৩১৭ জনকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ চাল দেওয়া হবে। ২০ হতে ৫০ বছর বয়সী স্বামী পরিত্যক্তা বা বিধবা নারী, কর্মক্ষম পুরুষহীন পরিবারে বসবাসরত নারী, হতদরিদ্র পরিবারভুক্ত নারী, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন নারী ও উপার্জনহীন অসহায় বা বৃদ্ধা নারীরা আবেদন করতে পারবে।

ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের কাছে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মে থেকে ১২ মে পর্যন্ত ভোলাহাট ইউনিয়নে ২০৭ টা, গোহালবাড়ী ইউনিয়ন ২৫ টা, দলদলী ইউনিয়নে ৭ টা ও জামবাড়ীয়া ইউনিয়নে ১৩২ টা আবেদন অনলাইন করা হয়েছে।

সদর ইউনিয়নে গিয়ে দেখা যায়, নারী আবেদনকারীরা দীর্ঘ সময় থেকে বসে আছে। কিন্তু সার্ভারে বারবার টাইম আউট বা ডাউন দেখানোর কারণে আবেদন গ্রহণ সম্ভব হচ্ছে না। আবেদন করতে আসা সাহেলা খাতুন বলেন, দুই দিন ধরে আসছি। কিন্তু আবেদন জমা দিতে পারছি না। সবাই বলে সার্ভার সমস্যা।

সদর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রবিউল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে আবেদন করা যাচ্ছে না। আমার কাছে এখনো সাড়ে তিনশত আবেদন জমা হয়ে আছে, অনলাইন করা যাচ্ছে না। আবেদনকারীরা এসে ঘুরে যাচ্ছে। জামবাড়ীয়া ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আতাউল্লাহ জানান, সার্ভারের অবস্থা খুব খারাপ। সাড়া দিন চেষ্টা করছি কিন্তু আবেদনপত্রের ওয়েবসাইটেই প্রবেশ করা যাচ্ছে না।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) পঙ্কজ কুমার দাস বলেন, সার্ভার সমস্যার কারণে অনলাইনে আবেদন করতে সমস্যা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হয়েছে। ১২ মে আবেদনের শেষ সময় থাকলেও আবেদনের সময় বাড়ানো হবে এবং সার্ভারে ভালো কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *