স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলায় তাফসীর পাঠ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) ভোলাহাট মোহবুল্লাহ কলেজে ভোলাহাট উপজেলার শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের মাঝে মহাগ্রন্থ আল কুরআনের চর্চা ও জ্ঞান বৃদ্ধির লক্ষে “তাফসীর পাঠ প্রতিযোগিতা-২০২৫” এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা।
জানা যায়, পবিত্র মাহে রামাদান উপলক্ষ্যে কুরআনের ৩০তম পারার তাফীমুল কুরআনের ১৯তম খন্ডের তাফসীল পাঠ প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশনের আহ্বান করে ছাত্রশিবির। এ প্রতিযোগিতায় উপজলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মো. সালাউদ্দিন সোহাগ বলেন, পবিত্র রামাদান ব্যক্তি নিজেকে প্রশিক্ষিত করার অবারিত সম্ভাবনা নিয়ে উপস্থিত হয়। ছাত্রশিবিরের ভিশন হচ্ছে, সমুদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সৎ, দক্ষ ও দেশ প্রমিক নাগরিক তৈরি। আর একজন শিক্ষার্থী সেই গুণগত পরিবর্তন সাধনের লক্ষকে সামনে রেখেই ছাত্রশিবির এই আয়োজন করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার মোট পাঁচশতাধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। ৫০জন বিজয়ীকে অর্থ, সনদ ও ক্রেস্ট দেওয়া হবে বলে তিনি জানান।