অতিসত্ত্বর নির্বাচন দেওয়ার আহ্বান সাবেক এমপি আমিনুল ইসলামের

ভোলাহাট উপজেলা রাজনীতি

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধা করি। তাঁরা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে অতিসত্ত্বর একটি জাতীয় নির্বাচন দেবেন এটাই আমাদের প্রত্যাশা।’

শুক্রবার (৩০ মে) বিকেলে ভোলাহাট উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র ও জনতা মিলে যে আন্দোলন করেছিল, তার সারমর্ম ছিল একটি সুন্দর জাতীয় নির্বাচন। যদি সেই দাবিকে উপেক্ষা করা হয়, তাহলে ৫ আগস্টের আত্মত্যাগ বৃথা যাবে। আমরা চাই, ৫ আগস্টের সৎ ব্যবহার হোক- তা হলো একটি সুন্দর নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় আসবে সে সরকার গঠন করবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে।’

তিনি আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কথা সরণ করে বলেন, গত ১৫ টা বছর আমাদের উপরে নির্যাতন করেছিল হারুন, বেনজিরের মত লোক, জিয়ার মত আর্মি যারা আয়না ঘর বানিয়ে হাজার হাজার মানুষ মেরেছিল। এত গুলো রাষ্ট্রযন্ত্র আমাদের পিছনে লেলিয়ে দিয়েছিল। আওয়ামী লীগ চোর-বাটপারের দল ছিল। আমাদের মত সৎ মানুষ সৎ নেতৃত্ব ছিল না।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম, জামবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আফাজউদ্দিন পানু, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিন, যুগ্ন আহবায় মো. মনসুর আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সামাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরাফাত রহমান সানীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *