চাঁপইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) কলেজ মোড়স্থল দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মু. মোজ্জামেল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. গোলাম কবির গোলাপ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক ইব্রাহিম খলিল, উপজেলা জামায়াতের আমির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাও. মো. শামসুজ্জামান আলকাস, জামায়াতের বাইতুলমাল সম্পাদক ক্বারি মাও. মো. আলাউদ্দিন।
উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি সাইদুর রহমান, সদর ইউপি সদস্য আখতারুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর জাব্বার, সাংগঠনিক সম্পাদক একরামুল হকসহ অন্যরা।