স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক পিরানচক গ্রামের ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষের বড় ছেলে মুনিরুল ইসলাম মনি ৯ নভেম্বর বৃহস্পতিবার রাত প্রায় ১০ টার দিকে চলে গেছেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রজিউন)। মনির দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তিনি নিজ বাড়িতে মারা যান। তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামাজে জানাজা এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত জানা যায়নি।
মনিরের মৃত্যুতে ভোলাহাট সংবাদ পরিবার গভীর ভাবে শোকাহত। পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।