ভোলাহাটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

জেলা সংবাদ কৃষি ভোলাহাট উপজেলা
স্টাফ রিপোর্টার: “মাটি পরীক্ষা করে সার দিন, অধিক ফসল ঘরে নিন” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর শনিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এমএসটিএল কর্মসূচির আওতায় সংমিশ্রিত মৃত্তিকা নমুনা সংগ্রহ প্রদ্ধতি, সুষম সার ব্যবহার, মাটির স্বাস্থ্য সংরক্ষণ ও ভেজাল সার চেনার উপায় শীর্ষক প্রশিক্ষণ পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো: নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট ফিল্ড সার্ভিস উইং পরিচালক ড.বেগম সামিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। এ সময় বিস্তারিত আলোচনার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন ড. মোঃ নূরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *