স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪সেপ্টম্বর) বেলা ১১টার দিকে ভোলাহাট পুলিশ প্রশাসনের আয়োজনে থানা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আজান ও নামাজের সময় মাইক ও বাদ্যযন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে। হিন্দি গান ও অশ্লীল নৃত্য পরিবেশন থেকে বিরত থাকতে হবে। থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করাসহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়।
সভায় ভোলাহাট থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ইকবাল পাশা সভাপতিত্ব করেন। সভায় এস আই রাম জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন , ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু,জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পানু মিয়া, ভোলাহাট সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম কবির, এস আই মাইনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী আশুতোষ ঘোষ, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গ্রাম পুলিশসহ অন্যরা।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতিশ্রী আশুতোষ ঘোষ জানান, ‘চলতি বছর ভোলাহাটের ৩টি ইউনিয়নে মোট ৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। আগামী ৯অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে এবং ১৩অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে পাঁচ দিনব্যাপী বৃহত্তম এ ধর্মীয় উৎসব সম্পন্ন হবে।