ভোলাহাটে একুশে পদকে ভূষিত জিয়াউল হককে সুজনের সংবর্ধনা

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার পক্ষ থেকে সদ্য একুশে পদকে ভূষিত মোঃ জিয়াউল হক কে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৪ মার্চ সোমবার দিনব্যাপী বার্ষিক বনভোজন, সুধীজন মিলনমেলা এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাবেক সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা মোঃ জিয়াউল হক কে ভোলাহাট সেরিকালচারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ শাহানাজ খাতুন, পল্লী বিদ্যুৎ সমিতি ভোলাহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ তৈয়মুর রহমান, ১নং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সুজনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ টুটুল রবিউল, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন জুয়েল, উপদেষ্টা মোঃ গোলাম কবির, কামরুজ্জামান ফারুক, মোঃ সাদিকুল ইসলাম, প্রভাষক মোঃ জিয়াউর রহমান মিলন, প্রভাষক মোঃ আহশানুর রশিদ রানা, প্রভাষক মোঃ রেজাউল অসিম সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *