বোয়ালিয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা সংবাদ গোমস্তাপুর উপজেলা

স্টাফ রিপোর্টার:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বোয়ালিয়া ইউনিয়নে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সকল সুবিধাভোগীদের নিয়ে  মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  বিকেল ৩ টায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  এ সভার আয়োজন করে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ।

বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুঃ  জিয়াউর রহমান। তিনি বলেন  সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমার এগিয়ে যাচ্ছি  ভবিষ্যতেও এগিয়ে যাবে দেশ। দেশের সাধারণ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ১৮ রকমের ভাতা চালু করেছেন।

আজ সেই সুফল ভোগ করছেন আপনারা। এজন্য  উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সুবিধাভোগীদের বলেন বর্তমান সরকারের উন্নয়নের বার্তার কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সরকার দেশের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ  ও তাদের বৃত্তির ব্যবস্থা করেছেন। অনুষ্ঠানে অন্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন মন্ডল, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, জেলা পরিষদের  সংরক্ষিত সদস্য সাবিহা শবনম কেয়া, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনজার হোসেন  প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *