ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের ফ্রি ব্লাড গ্রুপিং

শিক্ষা

স্টাফ রিপোর্টার: ‘রক্ত দানে হয় না ক্ষতি, রক্ত দিবো চার মাস প্রতি’ -এই স্লোগানকে সামনে রেখে ভোলাহাট উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন’ এ ক্যাম্পেইনের আয়োজন করে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাড়ে তিনশতাধিক শিক্ষর্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ভোলাহাট স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ ফাহাদ হোসেন শুভর সভাপতিত্বে ব্লাড গ্রুপিং উদ্বোধন করেন, উপদেষ্টা মুঃ ফুয়াদ হোসেন। উপস্থিত ছিলেন, উপদেষ্টা নূর জালাল, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, ওয়ালটন ভোলাহাট শাখার পরিচাল জাঙ্গাগীর আলম, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, কার্যনিবাহী কমিটির সভাপতি, সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম শান্ত, মোঃ ওলিউল্লাহসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *