স্টাফ রিপোর্টার: ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির উপদেষ্টা মন্ডলিগণের আলোচনা স্বাপেক্ষে কমটিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটির সভাপতি হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টির ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মো. ফাহাদ হোসেন শুভ এবং রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের মো. আমানুল্লাহ আমানকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে আগ্রহী শিক্ষার্থীদের নাম আহ্বান করা হয়। প্রাপ্ত নামের তালিকা হতে কমিটি গঠনের জন্য শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সর্বসসম্মতিক্রমে উপদেষ্টারা (২০২৫-২৬) দুই বছরের জন্য ২৯ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেন।
সভাপতি মো. ফাহাদ হোসেন শুভ বলেন, ‘ভোলাহাট স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ১৯৯৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। দীর্ঘ ৬ বছর পরে এর কার্যনির্বাহী কমিটি প্রকাশিত হয়েছে। সংগঠন আবারও পূর্বের সুনাম অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করবে বলে আশা করছি।’
তিনি বলেন, ‘সংগঠনটি ভোলাহাট উপজেলার অসহায়-দুস্থ মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকেন। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া ও তাদেরকে অনুপ্রেরণার জন্য প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। এছাড়াও জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ, শহরের বিভিন্ন হাঁসপাতালে রোগীদের সার্বিক সহযোগিতা করে। শহরে যাওয়ার পরে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান, আবাসনের ব্যবস্থা করে দেওয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য সার্বিকভাবে সহযোগিতা করা হয়। তিনি উক্ত কার্যনির্বাহী কমিটির পাশে থেকে সহযোগিতা করার জন্যে ভোলাহাটের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসা কামনা করেন।
