স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম কালুর অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করা হয়।
প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ ও বৃহত্তর বজরাটেকবাসির ব্যানারে সোমবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে স্কুল মাঠে মানববন্ধনের আয়োজন করা হয়। লোকজন স্কুল মাঠে মানববন্ধনের প্রস্তুতি নিলে পুলিশ বাধা প্রদান করে।
বাধার মুখে পড়ে একটি মিছিল স্কুল মাঠ ত্যাগ করে গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ গেটে কিছু সংখ্যক লোক নিয়ে একটি পথ সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোঃ আরফেজ আলী, সাবেক ইউপি সদস্য ও অভিভাবক মোঃ সাজেদ আলী, ইউপি সদস্য ও অভিভাবক মোঃ সবুর আলী, অভিভাবক মোঃ শাহজাহান আলী।
এ সময় বক্তারা বলেন, বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হয়ে প্রতিষ্ঠানের সব কিছুই নিয়ন্ত্রণ করেন রবিউল ইসলাম কালু। তাঁরা রবিউল ইসলাম কালু বিরুদ্ধে সেশন চার্জ, ভর্তি বাণিজ্য, নতুন পুরাতন বই বিক্রি, সার্টিফিকেট বাণিজ্য, শিক্ষকদের মাঝে গ্রুপিং করাসহ নানা অনিয়ম দুর্নীতির কথা তুলে ধরেন।
মোঃ রবিউল হক কালুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কয়েকজন লোক আমার সম্মান হানি করার জন্য আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। এগুলো সব মিথ্যা অভিযোগ।
সরোজমিনে উপস্থিত থাকা ভোলাহাট থানার এসআই কামাল উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে মানববন্ধনের কারণে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভবনা থাকায় মানববন্ধন করতে নিষেধ করা হয়েছে।