স্টাফ রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক জোবদুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সত্রাজিতপুর কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে। তিনি ১৯৮৪ সালে সাংবাদিকতা পেশায় যোগদান করেন। প্রথমে রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় কাজ শুরু করেন। পরে দৈনিক বাংলার বাণী পত্রিকার জেলা প্রতিনিধি ও শেষে দৈনিক যুগান্তর পত্রিকায় কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সাজেদুল হক সাজু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল হুদা অলক, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, দৈনিক চাঁপাই দৃষ্টি পত্রিকার সম্পাদক এমরান ফারুক মাসুম, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির প্রমুখ।
