স্টাফ রিপোর্টার: ভোলাহাট উপজেলায় কোকো নাইট মিনি পিচ ক্রিকেট খেলার উদ্ধোধন করা হয়েছে। গোহালবাড়ী জিয়া পরিষদের আয়োজনে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) রাত সাত টারা গোহালবাড়ী হাটখোলা মাঠে উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মো. মুনসুর আলীর সভাপতিত্বে এই টুর্নামেন্টে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম। উদ্বোধন করেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেলাল উদ্দিনসহ অন্যরা। খেলায় মোট ১৮টি দল অংশগ্রহণ করবে বলে আয়োজকরা জানান।