নতুন নির্মাতা তৌহিদ হক এর রিগ্রেট দেখে উচ্ছ্বাসিত এলাকাবাসী

সারা দেশ

স্টাফ রিপোর্টার: রিগ্রেট ঈদের সপ্তম দিন ১৭ এপ্রিল রাত ৮ টার সময় প্রচারিত হয় মাছরাঙা টেলিভিশন। নাটকটির নির্মাতা প্রত্যন্ত অঞ্চল ভোলাহাট উপজেলা সন্তান তৌহিদ হক। এতে অভিনয় করেছেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ও গুণী অভিনেত্রী মনিরা মিঠু। রিগ্রেট নাটকটি ডিজিটাল বড় পর্দায় দেখার জন্য পরিচালক তৌহিদ হকের বাড়ির সামনে ভিড় করেন এলাকার বিনোদন প্রেমি দর্শনার্থীরা। এদিকে নাটকটি দেখে পরিচালক তৌহিদ হকের প্রশংসা করেছেন চলচ্চিত্রের সাথে জড়িত ও নেটিজেনেরাও।

মেহজাবীন নামে একজন ফেইসবুক মন্তব্যে লিখেছেন, শুভকামনা রইল আপনার জন্য। খুব সুন্দর হয়েছে নাটকটা। শেষের দিকটা বেশি ভালো লেগেছে। এ প্রজন্মের ছেলে মেয়েদের দেখা উচিত। বাবা-মার কষ্ট অনুভব করতে পারবে। বুঝতে পারবে কত কষ্ট করে বাবা-মা মানুষ করে আর তাদের একটু প্রয়োজন মিটাতে না পারলেই ওরা (সন্তানেরা) বাবা মাকে কতটুকু অবহেলা করে কথা বলে। যেটা মোটেও ঠিক না। সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে পরিস্থিতিতেই থাকেন বাব-মাবে স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা করেন। আর না পারলে অন্তত তাদেরকে অবহেলা করবেন না।

সিহাব নামের একজন অভিনেত্রী সাদিয়া আয়মানকে নিয়ে লেখেন, আমার দেখা এই ঈদের সবচেয়ে ভালো নাটক রিগ্রেট, সাদিয়া আইমান অনেক ভালো অভিনয় করেছেন কিন্তু তার আইডি ফলো করে দেখলাম সে নতুন ডিরেক্টর তৌহিদ হককে প্রোমোট করে কোন পোষ্টই করলো না এটা ঠিক না। আমি সাদিয়া আইমানকে বলবো বৈষম্য ভালো না, তোমার উচিত সব নির্মাতা কে সমান চোখে দেখা। পরিশেষে বলবো, রিগ্রেট অনেক ভালো ছিলো।

মোঃ আব্দুল্লাহ নামে একজন লিখেছেন, একটা অসাধারণ চরিত্র নিয়ে গঠিত রিগ্রেট নাটকটি। ভাবতেই ভালো লাগছে যে এতো সুন্দর একটা স্ক্রিপ্ট। এতো সুন্দর অভিনয়, সত্যি সব কিছু মিলিয়ে অতুলনীয়। আপনার প্রতিভা নিয়ে বলার কিছু নাই ভাই শুধু ভালোবাসা নিয়েন আর সামনে এগিয়ে যান অনেক কিছু আশা করে ভবিষ্যৎ প্রজন্ম।

মাইশা লিখেছেন, শত ব্যস্ততার মাঝেও ঈদ নাটক দেখা শুরু করলাম তৌহিদ হক ভাইয়ার নাটক দিয়ে। অনেক সুন্দর ছিলো গল্পটা, শুনলাম সত্যি ঘটনা থেকে নেওয়া,আমার দুঃখ হচ্ছে ওই মেয়ের জন্য।

নির্মাতা তৌহিদ হক বলেন, ‘গল্পটি সম্পূর্ণ নারীকেন্দ্রিক। এক কিশোরীর জীবনে ঘটে যাওয়া ভুল এবং এরপর অনুতপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে নাটক ‘রিগ্রেট’। আমি একজন মা ও মেয়ের গল্প বলতে চেয়েছি। একজন মায়ের সংগ্রাম এই নাটকের প্রধান বিষয়। এতে সমাজের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। তৌহিদ হক হচ্ছে ভোলাহাট উপজেলার প্রথম পরিচালক

রিগ্রেট’ নাটকটি নির্মাণের পেছনে রয়েছে আরেকজন মায়ের সংগ্রামের গল্প। নির্মাতা তৌহিদ হক জানান, এটি আমার পরিচালিত প্রথম নাটক আর এই নাটক প্রযোজনা করেছেন আমার মা তাই মায়ের সাথে অন্যায় করা যাবে না এই জন্য প্রোপার প্রোমোশন করছি কারন মা চাই ছেলে অনেক বড় ডিরেক্টর হোক। নাটকটি মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *