ভোলাহাটে ব্র্যাকের নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরুকীকরণ কর্মশালা

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: ব্র্যাকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ২ নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরুকীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে কর্মশালাটি ইমপ্রুভড সাসটেইনেবল রি-ইন্ট্রিগেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ । তিনি বলেন, ব্র্যাক সব সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করে। তাদের কার্যক্রমেও আমরা সহযোগিতা করব। ব্র‍্যাকের এ কার্যক্রমটি প্রশংসার দাবিদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বজরাটেক সবজা পাইলট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাঃ ফরিজুদ্দিন । তিনি বলেন, অনেকেই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জনের আশায়। কিন্তু যখন তাদের স্বপ্ন ভেঙে যায়, তখন পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ব্র্যাক তাদের সহায়তা করবে, যা আমাদের জন্য আশার বিষয়।

চাঁপাইনবাবগঞ্জের এমআরএসসি প্রতিনিধি জিন্নাত আলী বলেন,কর্মশালায় বিদেশফেরত অভিবাসী ও দেশেই কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ব্র্যাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, ব্র্যাক কিভাবে ডাটাবেজে সুবিধাগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করে এবং তাদের জন্য কাউন্সেলিং, দক্ষতা প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রদান করছে।

জিন্নাত আলী আরও বলেন, “ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে দেশে ফেরত আসা অভিবাসীদের জন্য জরুরি সহায়তা, চিকিৎসা সহায়তা এবং মৃতদেহ দেশে আনার সুবিধা দেওয়া হয়। ব্র্যাকের এই উদ্যোগ অভিবাসীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা তাদের সামাজিক ও অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।”

কর্মশালায় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার বুলবুল আহমেদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিদেশ ফেরত অভিবাসী এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *