ভোলাহাটে ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: “উন্নত স্বাস্থ্যসেবা দিতে আমরা বদ্ধ পরিকর” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি)  বিকেলে কলেজ মোড়স্থ রজব বিল্ডিংয়ের ২য় তলায়  ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান।

তিনি বলেন, উন্নত স্বাস্থ্যসেবায় ইসলামী হাসাপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ভোলাহাট ইসলামী ডায়াগষ্টিক সেন্টার রোগীদের যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার হয়রানী ছাড়া গুরুত্ব দিয়ে সেবা প্রদানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুজ্জামান আলকাশ, বাইতুলমাল সম্পাদক মাও: মোঃ আলাউদ্দিন, গোহালবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির তোহিদুর রহমানসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। অতিথিবৃন্দ ফিতা কেটে উদ্বোধন করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *