হায়দার আলী: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা নার্সদের অবহেলায় ১৬ মাস বয়সী আয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
অভিযোগে জানা গেছে,শনিবার সকাল ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। মৃত শিশুটি উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়া গ্রামের বাসিন্দা আমিনের ছেলে। অবেহলায় শিশুটির মৃত্যুর খবর পেয়ে পরিবারসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসী হাসপাতালে এসে উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে মারমুখী হয়ে উঠে ভূক্তভোগীরা। এ সময় হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীরা আতংকিত হয়ে পড়েন।
পরে পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন নার্সকে সাময়িক বরখাস্ত করেন। তারা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।
শিশু আয়ানের বাবা আমিন জানান, ডায়রিয়াজনিত কারণে গত বুধবার বিকেল ৪টার দিকে তার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু তার ছেলেটি সুস্থ হচ্ছিলনা। ঠিকভাবে চিকিৎসা না পাওয়ার কারণে। গত শুক্রবার রাত আটটার পর থেকে তার ছেলে অবস্থা আরোও খারাপ হতে থাকে। ওই সময় দায়িত্বে থাকা নার্সদের বারবার জানানো হলেও তারা কোন কর্ণপাত করেন নি। তারা সেবা থেকে বঞ্চিত করেন। সঠিকভাবে সেবা প্রদান করলে অবহেলায় এভাবে তার ছেলের মৃত্যু হতো না বলে অভিযোগ করেন।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. ইসমাইল হোসেন লিংকন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায তারা মর্মাহত। মৃত শিশুটির বাবা আমিনের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। দায়িত্বে অবহেলার দায়ে তিন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের কপি রহনপুর তদন্ত কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।