টাফ রিপোর্টার: ভোলাহাটে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি অভিমান চালিয়ে হিরোইন মদসহ ৪ জনকে আটক করেছে।
২৯ নভেম্বর রাত ১২টার পর উপজেলার বিভিন্ন জায়গায় ৫৯ বিজিবি ভোলাহাট বিওপি’র বিজিবি সদস্য অভিযান পরিচালনা করে। নায়েক মো: মনির এর নেতৃত্বে অভিযানে উপজেলার পাঁচটিকারি এলাকা হতে ২৯৫ গ্রাম ভারতীয় হিরোইনসহ আব্দুল সাত্তারের ছেলে মো: মোসলে উদ্দিন, একই গ্রামের মৃত জব্বরের ছেলে সুমন মিয়া, হাঁসপুকুর গ্রামের আব্দুল সাত্তার টিটুর ছেলে মো:সারোয়ার। এছাড়াও হোসেনভিটা ও আলালপুর এলাকা হতে ১৯৫ গ্রাম ভারতীয় হিরোইন, ৫ বোতল মদ, ভারতীয় সিমসহ বাটন মোবাইল এবং নগদ ১হাজার ৫০০ টাকাসহ চাঁনশিকারি গ্রামের মোঃ তহরুল ইসলামের ছেলে মো: ঈদুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিজিবি বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ সুমন কুমার।