ভোলাহাট থেকে রাজশাহী গামী বাস চলাচল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

ভোলাহাট উপজেলা

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা বাজার থেকে রাজশাহী গামী বাস চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতি চলাচল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে দলদলী ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনের আয়োজনে করেন। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ভোলাহাট উপজেলার মুশরীভূজা বাজার থেকে গত ২৭ ডিসেম্বর রহনপুর-গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী চলাচল শুরু করে বিআরটিসি বাস। এতে এ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন কাজে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে কাজ শেষে বাড়ি ফিরতে পারছিলেন। চিকিৎসার সোব ও শিক্ষার্থীদের যোগাযোগ ব্যবস্থা খুব সহজ হয়েছিল।

বক্তারা আরো বলেন, এ রাস্তা দিয়ে ভোলাহাট থেকে রাজশাহী গামী যাত্রীবাহী কোন বাস চলাচল করছে না। ফলে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের বিশাল জনগোষ্ঠীকে যোগাযোগ সুবিধা বঞ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতি বিআরটিসি বাসটি গত ৭ জানুয়ারি বন্ধ করে দেয়ার প্রতিবাদ জানানো হয় মানববন্ধন থেকে। সেই সাথে দ্রম্নত বিআরটিসি বাসটি চালু করে যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু, মেম্বার মোঃ রেজাউল, মাওলানা মোঃ আব্দুল হাইসহ অন্যরা। এ সময় এলাকার সেবা বঞ্চিত জনতারা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *