স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মোবাইল নেটওয়ার্ক দুর্বল হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সিম ব্যবহারকারী গ্রাহকদের। কলড্রপ ও মোবাইল নেটওয়ার্ক সমস্যায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার দলদলী ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ডের মুঠোফোন গ্রাহকরা। সমস্যাটি দীর্ঘদিনের হলেও সাম্প্রতিক সময়ে ভোগান্তি অনেকাংশে বেড়েছে। সব শ্রেণি-পেশার মানুষ মোবাইল অপারেটরের সেবার মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
নেটওয়ার্ক বিভ্রাটে বিক্ষুব্ধ গ্রাহকরা শনিবার সন্ধায় ঘাইবাড়ী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। এরাকাবাসী জানান, সিম কম্পানি গুলোর নেটওয়ার্ক খুব দুর্বল। বাড়িতে নেটওয়ার্ক পেতে এন্টেনা লাগানো ছাড়া কোনো উপায় দেখছি না। স্থানভেধে নেটওয়ার্ক আসা-যাওয়া করে। কথা বলার সময় হঠাৎ নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাঁরা বলেন, পর্যাপ্ত টাওয়ার না থাকার কারণে এই সমস্যা হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরনের জন্য টাওয়ার স্থাপনের দাবী জানিয়েছেন গ্রাহকরা।