স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেনের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ আহারাম আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আফসার আলী, মোঃ তৈমুর হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মোঃ আজমির শেখ, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সভাপতি এম কোরবান আলী, সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদসহ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ। আলোচনা সভায় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরসহ রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বক্তারা।
