ভোলাহাট প্রেসক্লাবে রাজনৈতিক আধিপত্য বিস্তারে গণতন্ত্র হরণ

ভোলাহাট উপজেলা জেলা সংবাদ সারা দেশ

স্টাফ রিপোর্টারঃ সার্বজনীন গণতান্ত্রিক ভোলাহাট প্রেসক্লাবে রাজনৈতিক আধিপত্য বিস্তার ও গণতন্ত্র লুণ্ঠনের অভিযোগ উঠেছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ভোলাহাট উপজেলার একমাত্র প্রেসক্লাব হল “ভোলাহাট প্রেসক্লাব”

কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৪ এর জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত ১১ অক্টোবর ২০২৪ ভোলাহাট প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অতীব দুঃখের সাথে জানচ্ছি যে, আমরা উক্ত তারিখে যৌক্তিক কারণেই নির্বাচন স্থগিত করে দিয়েছিলাম। এই নির্বচন আগামী ১৯ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমরা সকলের সাথে এই সময়ের মধ্যে যোগাযোগ করেছি। কিন্ত স্বল্প সংখ্যক ভোটারদের মধ্যেও উপস্থিতি নিশ্চিত করতে অপারগতা প্রকাশ করেছে অধিকাংশ ভোটার | তাছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণও অনেকে উপস্থিত হবেন না বলে আমাদের জানিয়েছেন।

তাছাড়া আমরা জানি, প্রেসক্লাব হচ্ছে নিরপেক্ষ সংগঠন। কিন্তু আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে, এই সংগঠনে রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়েছে! এমতাবস্হায় সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে না আসা পর্যন্ত এবং সকলের নিকট থেকে সহমর্মিতা, সহনশীলতা ও ধৈর্য্য কামনা করত, সে সময় পর্যন্ত প্রেসক্লাবের নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো। প্রেসক্লাবের অন্তরবর্তী কমিটি রুটিনমাফিক কার্যক্রম অব্যহত রাখবে। অনুরোধে প্রধান নির্বাচন কমিশনার এর পক্ষে, মোঃ মাসুদ রানা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *