স্টাফ রিপোর্টার: ৮ আগষ্ট পবিত্র কুরআন ধরার দিন ছিল ৭ বছর বয়সী ফুটফুটে মোসাঃ মরিয়মের। কিন্তু সেটা আর হলো না। ১ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে হাফিজিয়া মাদ্রাসার গেটে দাঁড়িয়ে দাদীর কাছ থেকে খাবার নিচ্ছিল মরিয়ম । কিন্তু হঠাৎ এক দানব মটরসাইকেল তীর গতিতে ছুটে এসে হাঁটুর উপরে দু’পা চাপা দিয়ে ভেঙ্গে দুখন্ড করে দেয়। মরিয়ম মাটিতে লুটিয়ে পড়ে। বাদ পড়েনি খাবার দিতে আসা বৃদ্ধা দাদী। হাত ভেঙ্গেছে। মাথায় আঘাত লেগেছে। মরিয়ম রাজশাহী খৃষ্টান মিশন হাসপাতাল বেডে কাঁতরাচ্ছে। দাদী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। দরিদ্র দিনমজুর পরিবারের টাকার অভাবে এখনো দুজায়গায় ভর্তি থাকা মরিয়ম ও দাদীর অপারেশন হচ্ছে না। হাফিজিয়া পড়ুয়া ছোট মরিয়ম বেঁচে আবার পবিত্র কোরআন পড়ে হাফিজ হতে চাই । চিকিৎসক বলেছেন দু’পাই অপারেশন লাগবে। মরিয়মের অপারেশন করতেই ডাঃ বিকেদাম নিবেন ৯০ হাজার টাকা। টাকা জোগাড় করতে না পারায় তিন দিন ধরে মিশন হাসপাতাল বেডে কাঁতরাচ্ছে হাফিজিয়া পড়ুয়া ছোট মরিয়ম। টাকা না থাকায় তার একমাত্র ভরসা মহান রাব্বুল আলামীনের উপর। মাঝে মাঝে পবিত্র কুরআনের আয়াত পড়ে ভাঙ্গা পায়ে ব্যাথা ভালো করার জন্য ফুঁ দিচ্ছে। দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছে।
মরিয়মের বাবার নাম মোঃ সাইদুর রহমান। বাড়ী রাজশাহীর দূর্গাপুর তেঘরিয়া কানপাড়া। মরিয়ম তেঘরিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
কোন সহৃদয়বান ব্যক্তি অসহায় এ ছোট হাফিজিয়া পড়ুয়া মরিয়মকে ও তার বৃদ্ধা দাদী কে বাঁচাতে আর্থীক সহায়তা করতে পরিবারটি আহ্বান জানিয়েছেন। আর্থীক সহায়তা পাঠানো যাবে
এস আই ব্যাংক একাউন্ট নং ০১৭৩৯৫৪১৯৩৫(আফরোজা খালা) বাবা (মোঃ সাইদুর রহমান বিকাশ নেই যোগাযোগের জন্য ০১৬০৯৯৭৮৮৭৫)